About Water Purifier

পানিতে আয়রণ ও বিস্তারিত

পানি যেমন বাঁচায় জীবন , তেমনি পানি নানান কষ্টের কারণ!

(কষ্টের কারণ সমূহঃ খাওয়ার বা ব্যবহৃত পানিতে আয়রণ, দূর্গন্ধ, লবন ,আর্সেনিক , ভারি খনিজ পদার্থ সহ বিভিন্ন রাসায়নিক উপাদান , ভাইরাস এবং ব্যাক্টেরিয়া থাকা ইত্যাদি! যেকারণে মানবদেহে সৃষ্ট বিভিন্ন জটিল রোগ-বালাই এর মধ্যে অধিকাংশ পানি বাহিত।

পানিতে আয়রণ!!!

? যদি আয়রণ এর কারণে আপনার শৌখিন আসবাব-পত্র, দামি টাইলস, বাথ্রুম ফিটিংস, বেসিন ইত্যাদি নষ্ট হয়ে যায়, তাহলে একোয়াফিটে এসে অল্প টাকায় ঐ সমস্যা গুলোকে জানান গুডবাই!!!! ?
?আমরা মনে করি পানির বিশুদ্ধতার সাথে কখনো আপোশ করা ঠিক নয় কেননা এর সঙ্গে আপনার নিজের ও পরিবারের সবার স্বাস্থ্যের ব্যাপার জড়িত পানির অপর নাম জীবন তবে তা হতে হবে শতভাগ বিশুদ্ধ পানি কারণ অবিশুদ্ধ বা জীবাণুযুক্ত পানি পান করলে জীবনধবংস কারী বিভিন্ন রোগের সৃষ্টি হয়।
যেখানে উল্ল্যেখযোগ্যঃ জন্ডীস , ডায়রিয়া , আমাশয়, বিভিন্ন জটিল চর্মরোগ, টায়ফয়েড , যক্ষ্ণা , কিডনীরোগ, লিভার সিরোসিস, পেটেরপীড়া এমন কি ক্যান্সার ও হতে পারে।

? কি ভাবছেন? পানি ফুটিয়ে পান করবেন?

চলুন জেনে নেওয়া যাক ফুটানো পানি আপনার জন্য কতখানি নিরাপদ!!!! এই কথাটির বৈজ্ঞানিকভাবে কোনো গ্রহণযোগ্যতা নেই । কেননা পানিকে ফুটিয়ে শতভাগ জীবাণুমুক্ত করা সম্ভব নয় । তাছাড়া ফুটানো পানিতে ভারী মিনারেল থেকে যায়, যা মানুষের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক! পানি ফুটানোর ফলে দ্রবীভূত অক্সিজেন পানি থেকে বেরিয়ে যায়, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *